কাজী হালিমা আফরীন, টরন্টো, কানাডা থেকে:
Saskatchewan Immigrant Nominee Program (SINP).
প্রথমে আমি আপনাদের একটা কথা বলে নিচ্ছি। আমি কোনো RCIC বা ইমিগ্রেশন বিশেষজ্ঞ না। আমি পড়াশোনা ও নিউজের মাধ্যমে যতটুকু জ্ঞান অর্জন করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি চেষ্টা করি সঠিক ইনফরমেশনটা দেওয়ার। তারপরেও আপনাদের দায়িত্ব হলো সর্বদা যাচাই করে নেওয়া কানাডিয়ান ওয়েবসাইট থেকে। আর আপনারা যদি মনে করেন কোনো তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি আমাকে বলবেন। আমি সেটা জেনে কারেক্ট করে দেব।
এখন বলি Federal Immigration আর Provincial Nominee Program (PNP) এ দুটোর মধ্যে পার্থক্য আছে। Federal এ অনেক কিছু করা যায় না, যা PNP তে করা যায়।
যেমন Federal এ Sponsor করা যায় শুধুমাত্র parents, grandparents, spouse, dependent children and unmarried orphan siblings.
কিন্তু PNP তে sponsorship একটু ভিন্ন। আমি যেহেতু টরন্টোতে থাকি তাই Saskatchewan Immigrant Nominee Program (SINP) নিয়ে অতটা তথ্য জানার আগ্রহ দেখাইনি আগে। SINP এ অনেকগুলো ক্যাটাগরি আছে যার মাধ্যমে কানাডায় আসা যায়। এসব কিছু আমার চেয়ে যারা Saskatchewan এ থাকেন তারাই ভালো জানেন বা বলতে পারবেন। কিংবা একজন RCIC বা ইমিগ্রেশন বিশেষজ্ঞ বলতে পারবেন। আমি যতদূর জানতাম সেটা হলো, Saskatchewan এ যদি কারো ভাইবোন থাকে বা first blood relative থাকে এক বছরের বেশি সময় ধরে, তাহলে আবেদন করলে অনেক বেশি পয়েন্ট পাওয়া যাবে। Federal এ যেখানে first blood relative এর জন্য only 5 পয়েন্টস পাওয়া যায়।
কিন্তু আমি একটা তথ্য জানলাম একজন পরিচিত বাঙালি আপার কাছ থেকে। Saskatchewan এ নাকি কিছু criteriai ভিত্তিতে ভাইবোন-বাবা-মা, কাজিন, রিলেটিভ ও অন্যান্য আরো কিছু সম্পর্ককে sponsor করা যায়।
ঐ আপার খালাত ভাই Saskatchewan থাকতেন। তিনি তার ভাইদের sponsor করে এনেছেন। তাছাড়া Saskatchewan এ নাকি অনেক বাঙালি আছে যারা গোষ্ঠীর বহু মানুষকে sponsor করে এনেছেন।
আপনারা দুটো জিনিস মিলিয়ে ফেলবেন না। এক. sponsorship ও দুই. PR এর জন্য আবেদন করা। দুটো ভিন্ন বিষয়। sponsor মানে কেউ আপনাকে আবেদন করে কানাডায় নিয়ে যাবে। আর PR এর জন্য আবেদন হলো আপনি নিজেই আবেদন করবেন। Relative এর কারণে আপনি কিছু পয়েন্ট পাবেন। যাই হোক Saskatchewan এ যদি পরিবার- পরিজনবর্গের sponsor করে আনার সুযোগ থাকে তাহলে সেটা অনেক ভালো। যেহেতু অন্যান্য বাঙালিরা সেখানে বসবাস করে দেশ থেকে অনেক মানুষ আনার সুযোগ পেয়েছেন সেহেতু বিষয়টা অবশ্যই প্রশংসনীয়।
আর আপনাদের যদি কেউ Saskatchewan এ এক বছরের অধিক সময় বসবাস করেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা আপনাদের কীভাবে sponsor করে নিতে পারবে। তবে একটা কথা মনে রাখবেন এখন অনেকেই টাকার বিনিময়ে এসব করছেন। কাউকে টাকা দেওয়ার আগে একশবার ভাববেন। টাকা দিলেই যে তারা আপনাকে আনতে পারবে বা আপনার যোগ্যতা পূর্ণ হবে সেটা কিন্তু আদৌ না। সতর্কতা অবলম্বন করা আবশ্যক।