ডেস্ক রিপোর্ট: জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রচার সম্পাদক কবি আসাদ কাজলের মা আবেদা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে জাতীয় কবিতা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হন ও সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘একজন মমতাময়ী জননী শুধু সন্তানের আশ্রয়ই নন, তিনি ছিলেন একটি পরিবারের প্রেরণা ও বন্ধনের উৎস। তাঁর চলে যাওয়া কবি আসাদ কাজলের পাশাপাশি আমাদের সবার জীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।’
শোকবার্তায় আরও বলা হয়, বিদেহী আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি কবি আসাদ কাজল ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে। জাতীয় কবিতা পরিষদ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি এই শোক বহন করার শক্তি প্রার্থনা করেছে।
জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া জানানো হয়।