প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক অর্থকন্ঠ এর ‘বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’। উচ্চশিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উক্ত অ্যাওয়ার্ড লাভ করেন এসএস বিজনেস কর্পোরেশন লিমিটেড (এসএসবিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক সুমন তালুকদার।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি। তিনি উচ্চশিক্ষার ক্ষেত্রে অসামান্য ব্যবসায়িক অবদান এবং নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সুমন তালুকদারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
সাপ্তাহিক অর্থকন্ঠের ২৩তম বার্ষিকী উদযাপনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশেষ এই আয়োজনে পত্রিকাটির ‘গ্লোবাল বাংলাদেশি বিজনেস আইকনস’ শিরোনামে একটি বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
সুমন তালুকদার সারা বিশ্বে উচ্চশিক্ষা গ্রহণের ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে তার বিশেষ কার্যক্রম শুরু করেন। তিনি উন্নত বিশ্বে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। পেশাগত জীবনের একেবারে শুরুতেই তিনি শিক্ষা ক্ষেত্রে ব্যবসার প্রসার ঘটান এবং শিক্ষার প্রসার, মানসম্মতকরণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণ ও সামাজিক সংস্কারে বিশেষ ভূমিকা পালন করেন।

যদিও ১৯৯০ সালে জনাব তালুকদার তার সাংগঠনিক কার্যক্রম বিশ্বের কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন কিন্তু ১৯৯৬ সালে SSBCL প্রতিষ্ঠার পর তিনি বিশ্বব্যাপী ব্যবসার বিস্তৃত প্রসার ঘটান এবং তার বহু বছরের অভিজ্ঞতা, দক্ষতা, সততা, নির্ভরযোগ্য সেবার মাধ্যমে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেন। অত্যন্ত পরিশ্রমী, দূরদৃষ্টিসম্পন্ন, মেধাবী সুমন তালুকদার ব্যবসায়ী সম্প্রদায় এবং শিক্ষাবিদদের কাছে একজন উদার ও বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
বর্তমানে জনাব তালুকদার যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, স্পেন, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা, জার্মানি এবং সুইজারল্যান্ড সহ উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশে এসএসবিসিএলের কার্যক্রম পরিচালনা করছেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নরওয়ে ইত্যাদি দেশের বিভিন্ন পেশাগত ও প্রযুক্তিগত কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করে নিজেকে সমৃদ্ধ ও আপডেট করেছেন। এছাড়াও অন্যান্য অনেক আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশ নিয়েছিলেন।
শুধু অংশগ্রহণই নয়, বেশ কয়েকটি আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালায় সক্রিয় অংশ নিয়ে তিনি একজন সম্মানিত প্রতিনিধি, বিশেষ অতিথি এবং বক্তা হিসেবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। এর মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, সিঙ্গাপুর, স্পেনে আইসিইএফ ওয়ার্কশপ। CEC নেটওয়ার্ক এজেন্ট ফেয়ার- ভ্যাঙ্কুভার, কানাডা; NAFSA- মার্কিন যুক্তরাষ্ট্রে বার্ষিক সম্মেলন, নরওয়ে, বেলজিয়াম, স্পেন, ফ্রান্স এবং WEBA এজেন্ট ওয়ার্কশপ, সুইজারল্যান্ডে EAIE বার্ষিক সম্মেলন উল্লেখযোগ্য।
সুমন তালুকদার বাংলাদেশে ISIC অফিসিয়াল প্রতিনিধি। ISIC কার্ড সারা বিশ্বে ১৩০টিরও বেশি দেশে কেনাকাটা এবং বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে বিশেষ সুবিধা এবং ডিসকাউন্ট দিয়ে থাকে ৷ ISIC কার্ডটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) দ্বারা অনুমোদিত৷ কার্ডটি বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়, একাডেমিক প্রতিষ্ঠান, ছাত্র ইউনিয়ন, জাতীয় সরকার, আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষা মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত।