রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, আম্মানে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়।
আলোচনা পর্বে রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান তার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রমহারা দুই লক্ষ মা-বোনকে—যাদের ত্যাগ ও অবদানে অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। বক্তব্যে তিনি সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে উন্নত, আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় রয়েল কালচারাল সেন্টারে জর্ডানে কর্মরত প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডানের সংসদ সদস্য জনাব আয়মান আলবেদুই। জর্ডানের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী পার্বত্য চট্টগ্রামের নৃত্য, ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।