প্রেস বিজ্ঞপ্তি: দেশবরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, অনুবাদক ও কবি অধ্যাপক সিরাজুল হকের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ ও আঞ্জুমানে ফারসি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা প্রয়াত অধ্যাপকের শিক্ষা, সাহিত্য ও গবেষণাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করবেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অধ্যাপক সিরাজুল হক গত ২৬ জুন ২০২৫ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স সিটির একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজীর পিতা এবং আঞ্জুমানে ফারসি বাংলাদেশ-এর সাবেক সভাপতি (২০০০–২০০২) ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান এবং আঞ্জুমানে ফারসি বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ড. মো. মুমিত আল রশিদ।
স্মরণসভা ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন আঞ্জুমানে ফারসি বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।