সৈয়দ এম.হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: দীর্ঘ ৭ বছর পর লস এঞ্জেলসে ৩৬ তম ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনটি আগামী ২,৩ ও ৪ সেপ্টেম্বর ২০২২ বারব্যাঙ্ক মেরিওট এ লেবার ডে তে অনুষ্ঠিত হবে।
ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাট্য ব্যক্তিত্ব, আবৃত্তিকার আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ত ও আইন বিশেষজ্ঞ জাহিদ হোসেন, এক্সিকিউটিভ সেক্রেটারি ইঞ্জিনিয়ার ও সংগীত শিল্পী ড. রফিক খান, জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ কবির কিরন, ট্রেজারার মনোনিক সংগঠনের নেতা লতিফুল রেজা তুষার জানিয়েছেন লস এঞ্জেলস প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবী এবারের সম্মেলন লস এঞ্জেলস এ সম্মিলিতভাবে আয়োজন করা ২য় বার ঘোষণা করেছেন। সম্মিলিত সংগঠন সমূহ থাকছে হোস্ট কমিটি হিসাবে এবং পূর্নাঙ্গ পরিচালনা কমিটি গঠিত হবে সম্মিলিত সংগঠনের দ্বারা। ফলে সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ আয়োজনে উদযাপন হবে।
লস এঞ্জেলেস ফোবানার কার্যকরী কমিটিতে থাকছেন চেয়ারম্যান জাহিদ হোসেন পিন্টু (বাংলাদেশ একাডেমী) কনভেনর আবুল ইব্রাহিম (বৈশাখী মেলা) মেম্বার সেক্রেটারি সৈয়দ এম হোসেন বাবু (বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলস (বালা) ও কোষাধক্ষ্য দেওয়ান জামির বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলস (বালা)।
খুব শিঘ্রই কমিটির অন্যান্যদের নাম ঘোষণা ও রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য সমূহ নব গঠিত কমিটি কর্তৃক জানানো হবে। ইতিমধ্যে ম্যারিয়ট লস এঞ্জেলস বারব্যাঙ্ক হোটেল এর বুকিং এর জন্য প্রাথমিক টাকা ১০,০০০ ডলার পরিশোধ করা হয়েছে। এবারের সম্মেলন এর প্রাথমিক বাজেট ২০০,০০০ ডলার নির্ধারণ করা হয়েছে।