মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১ অক্টোবর সোমবার বিকালে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে ৫ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে তিন টায় বর্তমান সরকারের সকল উন্নয়ন মেলা সফল ও প্রবাসী বাংলাদেশিদের সামনে তুলে ধরার লক্ষে স্থানীয় রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের উপমিশন প্রধান ড. মোহাম্মদ নজরুল ইসলাম, দূতাবাসের মিনিস্টার ও উন্নয়ন মেলা ২০১৮ আহবায়ক এস এম আনিসুল হক, কার্যালয় প্রধান ও কাউন্সেলর ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ, পাসপোর্ট অফিসার কাজী নুরুল ইসলাম, শ্রম কাউন্সেলর সারওয়ার আলম, শ্রম ১ম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, প্রেস ২য় সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তারা ।
৫ অক্টোবর শুক্রবার বাংলাদেশ দূতাবাস চত্বরে উন্নয়ন মেলায় বর্তমান প্রধানমন্ত্রী এর গতিশীল ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বর্তমান সরকারের অর্জিত সাফল্য এবং সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সমূহ তুলে ধরা হবে।
আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।