শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ২১ নভেম্বর বুধবার সকাল ১০টায় বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্টের (বিএমসি সদর দফতর সোবহানে) উদ্যোগে ৪৭তম সশস্ত্র বাহিনী দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।
দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠানের শুরুতেই বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোহাম্মদ আশরাফ খান তার স্বাগত বক্তব্যের মাধ্যমে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন ও সকল অতিথিদের অভিনন্দন জানান।
এ সময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কুয়েত সশস্ত্র বাহিনীর অ্যাসিসটেন্ট চিফ অফ স্টাফ মেজর জেনারেল বদর আহম্মদ আল আওয়াদী, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, এবং মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও কুয়েতের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, বিভিন্ন দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাচে ও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জন ও গণমাধ্যম কর্মীরা সে সময় উপস্থিত ছিলেন। এদিনটি উপলক্ষে বিএমসি সদর দফতর মসজিদে বিশেষ দোয়া করা হয়। ১৯৯১ সাল থেকে বিএমসির ক্রমধারার ওপর চিত্র প্রদর্শনী ও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন চিএ প্রদর্শনী সহ ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রামাণ্যচিত্র তুলে ধরা হয় প্রদর্শনীতে। অনুষ্ঠানে ছিল বিএমসির স্মরণিকার মোড়ক উন্মোচন, শরীর চর্চা, কুচকাওয়াজ, ব্যান্ড পরিবেশনা, কেক কাটা ও সবশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।