প্রবাস মেলা ডেস্ক: আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যেতে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় ১৯ ঘণ্টা। করোনাভাইরাস মহামারিতে টানা দুই বছর বন্ধ থাকার আবারও চালু হচ্ছে ঢাকা হয়ে ভারতের আগরতলা-কলকাতা রুটের বাস সার্ভিস।
২৮ মে ২০২২, শনিবার ত্রিপুরারাজ্য সরকার জানিয়েছে, আগামী ১০ জুন ২০২২ থেকে পুনরায় এই রুটের (আগরতলা-ঢাকা-কলকাতা) বাস সার্ভিস চালু হবে। প্রাথমিকভাবে গত ২৮ এপ্রিল থেকে এই সার্ভিস চালুর পরিকল্পনা থাকলেও কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তা স্থগিত করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আগামী ১ জুন থেকে কৃষ্ণনগরের ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কাউন্টারে বাস পরিষেবার টিকিট পাওয়া যাবে। টিকিট পেতে যাত্রীদের একটি বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে।’
ঢাকা হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কলকাতা যাওয়ার যাত্রীপ্রতি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩০০ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৬০০ টাকা। এবং আগরতলা থেকে কেবল ঢাকা পর্যন্ত টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার রুপি, যা বাংলাদেশি টাকায় ১ হাজার ১৩০ টাকা। এই রুটে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যেতে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় ১৯ ঘণ্টা। আসামে ভূমিধসের কারণে ক্রমবর্ধমান বিমান ভাড়া এবং দূরপাল্লার ট্রেন বন্ধ থাকায় আন্তর্জাতিক এই বাস সার্ভিসে সময় ও খরচ দুদিক থেকেই উপকৃত হবে যাত্রীরা।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া