প্রবাস মেলা ডেস্ক: ভূমধ্যসাগরের একটি বিতর্কিত অংশে হিজবুল্লার তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল। ড্রোন তিনটি উপকূলীয় একটি গ্যাসক্ষেত্রের দিকে যাচ্ছিল বলে দাবি তাদের।
২ জুলাই ২০২২, শনিবার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে পাঠানো ইসরাইলের পানিসীমার দিকে আসতে থাকা তিনটি শত্রু ড্রোন ভূপাতিত করা হয়েছে। এগুলো ভূপাতিত করতে যুদ্ধবিমান ও জাহাজ থেকে ছোঁড়া মিসাইল ব্যবহার করা হয়েছে।
এদিকে হিজবুল্লাহ শনিবার জানায়, তারা তিনটি নিরস্ত্র ড্রোন উড়িয়েছে। গ্যাসক্ষেত্রটি পুনরুদ্ধারের লক্ষ্যে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছিল এর উদ্দেশ্য।
তাদের বিবৃতিতে বলা হয়, ‘তাদের কাঙ্ক্ষিত মিশন সম্পন্ন হয়েছে এবং বার্তা দেয়া হয়ে গেছে।’
কারিশ গ্যাসক্ষেত্র নিয়ে ইসরাইল ও লেবাননের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এ দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন মার্কিন জ্বালানি বিষয়ক দূত আমোস হোচস্টেইন।
গত সপ্তাহে হিজবুল্লা প্রধান হাসান নসরুল্লাহ ইসরাইলকে এ গ্যাসক্ষেত্র ব্যবহার করা রোধ করতে জোর প্রয়োগ করার হুমকি দেন।