কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে নির্যাতনের শিকার ফেসবুকে ভাইরাল হওয়া বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তার কে উদ্ধার করার পর জেদ্দা থেকে এক হাজার মাইল দূরে নাজরান প্রদেশে পুলিশের তত্ত্বাবধানে একটি সেইফ হোমে রাখা হয়েছে। এখন দেশে ফেরত আসার জন্য তার কপিলকে পরিশোধ করতে হবে বাইশ হাজার সৌদি রিয়াল।বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, সুমিকে উদ্ধার করার পর তার নিয়োগকর্তাসহ নাজরান পুলিশ প্রধানের কার্যালয়ে দুজনকে হাজির করা হয়।
এসময় সুমির নিয়োগকর্তা জানান, সুমিকে সৌদি আরবে নিতে ২২ হাজার সৌদি রিয়াল খরচ হয়েছে এবং তিনি নিয়মিত সুমিকে বেতন ভাতা পরিশোধ করে আসছিলেন। এ অবস্থায় সুমিকে দেশে ফেরত নিতে হলে তার ২২ হাজার সৌদি রিয়াল পরিশোধ করতে হবে।না হয় তিনি ফাইনাল এক্সিট দিবেন না।এখানে নিয়োগ কর্তা ফাইনাল এক্সিট না দিলে কোন প্রবাসী সৌদি আরব ত্যাগ করতে পারবেনা।আর এটাই হচ্ছে সৌদি আরবের প্রচলিত আইন।
এদিকে দ্রুত উদ্ধার করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুমি আক্তার।