মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: বস্তুনিষ্ঠতাই আমাদের মূলনীতি-পাঠকপ্রিয় তাই আমাদের মূলধন এই স্লোগানকে সামনে রেখে ১৭ জুন ২০২২, শুক্রবার রাতে ইডিসি সেমিনার কক্ষে পাঠক ফোরামের উদ্যোগে সৌদি আরবে কেক কেটে আনন্দঘন পরিবেশে চাঁদপুর কন্ঠের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
দৈনিক চাঁদপুর কন্ঠ সৌদি আরব ব্যুরো ইনচার্জ সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি আল মামল জেনারেল সার্ভিস অফিস ইনচার্জ আবু সায়েদ মো: তারেক।
পাঠক ফোরামের সভাপতি শওকত উল্লাহ রিপনের সভাপতিত্বে- কন্ঠের দীর্ঘদিন পথচলা নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষানুরাগী রেজাউল হাছান রাছেল, মোহনা টেলিভিশন দর্শক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান সোহাগ, ইকবাল বাহার, টিপু সুলতান আহমেদ, মোহাম্মদ আবু জাফর, এস এম মিজানুর রহমান সোহাগ, শাহিন সরদার, নিজাম উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল ফুয়াদ, ওসমান ফরায়েজি প্রমুখ।
বক্তারা বলেন- জেলার সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা সাধারণ পাঠকের কথা তুলে ধরতে দীর্ঘ ২৮ বছর যাবত চাঁদপুর কন্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে যা অন্য কেউ পারেনি। আগামিতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি আল মামল জেনারেল সার্ভিস ও ডিএমসি গ্রুপের সানসিটি পলিক্লিনিক।