মো: জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদিঅারব প্রতিনিধি: ৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে সৌদি আরব প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধিত সভা রিয়াদ বাথা ঢাকা মেডিকাল সেন্টারে অনুষ্ঠিত হয়।
মশিউর রাহমান নাছির আখন্দ এর সভাপতিত্বে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের আহবায়ক রুস্তম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক রিপন সরকার, ও আরিফুল ইসলাম।
বর্ধিত সভায় জসিম উদ্দীন, আলমগীর হোসেন, রিমন আখন্দ, মো: নাঈম, মো: মুবিন মুন্সী, আঃ মান্নান, সুলতান আহমদ, মো: জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।