ক.ম .জামাল উদ্দীন, খামিস মোশায়েত, সৌদিআরব প্রতিনিধি: এখন থেকে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের আকামা নবায়ন সম্পন্ন করতে হলে “ইজার নেটওয়ার্কের” মাধ্যমে আগে বাসাবাড়ির ভাড়ার চুক্তিপত্র ( আকদ্ ইজার) দাখিল করতে হবে। ৩০ জুলাই ২০১৮ সোমবার সৌদিআরবের শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন মন্ত্রণালয় এর যৌথ ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানা যায়।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে জারি করা মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে এটি বাধ্যতামূলক করা হয়।আকামা নবায়নে মক্তব আল আমলের সম্মতি তখনই মিলবে যখন একজন প্রবাসী তাঁর ভাড়াকৃত ফ্লাট, শিগ্গা কিংবা বাড়ি ভাড়ার বৈধ চুক্তির সকল আনুষ্ঠানিকতা “ইজার নেটওয়ার্কের” মাধ্যমে সম্পূর্ণ করবে ।তবে, এখানে নতুনাবস্থায় যারা নিজে নিজে কাজটি করতে পারবেন না তাঁদের জন্য মিডলম্যান (ওয়াস্তর) মাধ্যমে কাজটি সম্পূর্ণ করার অনুমতিও দিয়েছে মন্ত্রণালয় ।
আগামী সেপ্টেম্বর মাস থেকে এই সিদ্ধান্তটি শ্রম মন্ত্রণালয়ে বাস্তবায়িত হবে, তবে এর আগে আগস্ট থেকে চলবে এই আইন সংক্রান্ত সচেতনামূলক প্রচার-প্রচারণা । মালিক ও ভাড়াটিয়া দুই পক্ষেরই স্বার্থ সমানভাবে সফল উদ্ধার করতে এই পরিকল্পনা নেয়া হয়েছে, এতে করে যেমন মালিকপক্ষ ভাড়া নিয়মিত পাবে তেমনি ভাড়াটিয়াও অসৎ কিছু মালিকদের মাসে মাসে ভাড়া বৃদ্ধি করার যন্ত্রণা থেকে রক্ষা পাবে। আইনটি কার্যকর হলে প্রবাসীরা ঘরে বসেই প্রতিমাসে কিংবা বাৎসরিক বাড়িভাড়া SADAD (ব্যাঙ্ক সেবা) দিয়েও পরিশোধ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।