শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: বাংলা সিনেমাতে হাসির ছবির অভাব নেই। হাসতে কে না ভালোবাসে? আমরা সবাই হাসতে চাই। বাংলা সিনেমার জগতে এক নামকরা চিত্র পরিচালক।
আগামী ২০ সেপ্টেম্বর ২০২১ মুক্তি পেতে চলেছে সুজিত চক্রবর্তী পরিচালিত নতুন ছবি হুলুস্থুলু। এই হুলুস্থুলু নামটার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত।
এটি একটি আদ্যান্ত হাসির ছবি। এতে ডোনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দুর্গা আর জয়ের চরিত্রে অভিনয় করেন অভিনেতা সাগর দত্ত। এছাড়াও অনেক নামীদামী শিল্পীরা এতে অভিনয় করেছেন।
সুজিত চক্রবর্তীর এক দমফাটা হাসির ছবি হুলুস্থুলু বক্স অফিসে ঝড় তুলবে কিনা? তা বলবে সময়, সময় শুধু সময়।