মো: ইউসুফ খাঁন, চট্টগ্রাম থেকে খালি জায়গায় গাছ লাগাই পরিবেশকে বাঁচাই, সবুজে বাঁচি সবুজ বাঁচাই, গ্রাম প্রাণ প্রকৃতি সাজাই-এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক গাছ লাগিয়েছে সীতাকুন্ডের সাংবাদিকরা।
সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন প্রতিবছরের ন্যায় এবারও সীতাকুণ্ড বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে। ৭ অক্টোবর সকাল ১০টায় সীতাকুণ্ড পৌরসদরস্থ ঐতিহ্যবাহী কথাকলি হাইস্কুল থেকে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। কথাকলি স্কুল থেকে শুরু করে দোয়াজি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পেশকার পাড়া, আলম সফি, গোলাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়, মুরাদপুর ইউনিয়ন পরিষদ ও যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় এবং এলবিয়ন ইন্ডাষ্ট্রিজ এবং সীতাকুন্ডের আলোচিত সী-বিচে প্রায় ৫শতাধিক ফলজ বনজ ঔষধি গাছের চারা লাগানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার, প্রবাস মেলার রিয়াদ প্রতিনিধি, প্রবাসী সাংবাদিক নেতা ইউসুফ খাঁন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুরাইয়া বাকের, উপজেলা স্কাউটস কমিশনার মো: জাহাঙ্গীর আলম ভূইয়া,লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির প্রেসিডেন্ট লায়ন আলী আকবর জাসেদ, এডভোকেট নাছির উদ্দিন, কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম চন্দ্র দেব, মাষ্টার নাছির উদ্দিন, সিরাজউদ্দৌলা বাবুল, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের আক্তার হোসাইন, এলিট সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক কাইয়ুম চৌধুরী, দৈনিক আজাদী প্রতিনিধি লিটন কুমার চৌধুরী, ভোরের কাগজ প্রতিনিধি খায়রুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি সবুজ শর্মা শাকিল, সাঙ্গু প্রতিনিধি নাছির উদ্দিন শিবলু, মোঃ দিদারুল আলম, মোঃ বাবলা মিয়া, কামরুল উদ্দিন, মুসলিম উদ্দিন, লিটন প্রমুখ।