প্রবাস মেলা ডেস্ক: ৪ জুন ২০২২, শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় আগুন লাগে। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। গোটা একটি দিন পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আহতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের সংখ্যা।
গোটা দেশে এখন শোকের ছায়া। সবার প্রার্থনায় রয়েছে এখন সীতাকুণ্ড। শোকে কাতর শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক মাধ্যমে সাহায্য চেয়ে, শোক জানিয়ে নানা রকম পোস্ট করছেন তারকারা।
ঢালিউড থেকে টিভি ইন্ডাস্ট্রির তারকারা সবাই সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চট্টগ্রামের জন্য প্রার্থনা।’ আরিফিন শুভ লিখেছেন, ‘রেড অ্যালার্ট’ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, আশপাশে যারা আছেন, দ্রুত সহযোগিতা করুন।’
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তার ফেসবুকে সীতাকুণ্ডে বিএম ডিপোয় আগুনের একটা ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন: ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন। দয়া করে তাদের সাহায্যে এগিয়ে আসুন।’
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে একটা ভিডিও নিউজ শেয়ার করে লিখেছেন, ‘কী ভয়াবহ!!!’ অভিনেতা চঞ্চল চৌধুরী আগুনকাণ্ডের ছবি শেয়ার করে লিখেছেন: ‘আমরা গভীরভাবে শোকাহত! সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গতকাল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোয় আগুনের পর ফেসবুকে প্রথম পোস্টে লিখেছেন: ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক রক্তের প্রয়োজনও হতে পারে। স্থানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন। সবাই দোয়া করুন সীতাকুণ্ড এলাকার বাসিন্দাদের জন্য।’
ফেসবুকে আরও একটি পোস্ট দিয়ে মেহজাবীন লেখেন: ‘আমাদের ফায়ার ফাইটারদের স্যালুট।’ অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘রক্ত দিতে সবাই এগিয়ে আসুন।’
চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুক পোস্টে লিখেছেন: ‘পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে সীতাকুণ্ডে। আল্লাহ মাফ করুন।’ এ ছাড়াও অভিনেতা ওমর সানী, আরিফিন শুভ, তমা মির্জা, জিয়াউল ফারুক অপূর্ব, জিয়াউল হক পলাশ, ইমরান মাহমুদুলসহ শোবিজের প্রায় সব তারকাই আহতদের রক্তদানের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।