বিশ্বনাথ, সিলেট থেকে: লন্ডন টাইমস নিউজের উদ্যোগে এবং ব্রিটেন প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী আমিনুর মিয়ার ব্যবস্থাপনায় হযরত শাহজালাল (র.) ডি.এস পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদরাসার বোর্ডিং ও ইয়াতিমখানার ছাত্রদের মধ্যে পবিত্র কোরআনুল কারীম উপহার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন টাইমস নিউজের বিশেষ প্রতিনিধি, সিলেট লেখক ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান লেখক, ব্রিটেনের প্রবীণ রাজনীতিবিদ প্রফেসর শাহাগীর বক্ত ফারুক।
বক্তব্যে তিনি বলেন, আমাদের সকলকেই একদিন চলে যেতে হবে। দুনিয়াতে আমরা কেউই চিরদিন থাকবোনা। থাকবে আমাদের কর্ম। আমরা যদি ভালো কাজ করে যেতে পারি দুনিয়াতেও আমরা লাভবান হবো আখিরাতেও আমরা মুক্তি পাবো। তাই আমাদের সকলকেই বেশি করে ভালো কাজ করতে হবে।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর এএমডি এন্ড ইনচার্জ প্রকৌশলী মসহুর আলম মুন্না।
সভাপতির বক্তব্যে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, আমরা সব সময় ভালো কাজ করে যেতে চাই। আমাদের এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা বিভাগ চালু করে সপ্তাহে অন্তত দুইদিন গরিব অসহায়দের জন্য সম্পুর্ণ ফ্রি কমপিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালুর জন্য কমপিউটার ও সেলাই মেশিন দেয়ার ব্যবস্থা করেছি। এতে প্রবাসীসহ সকল বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।
সৎপুর কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা কবি মো: ছাদিকুর রহমানের সঞ্চালনায় ৯ ডিসেম্বর রবিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার হযরত শাহজালাল (র.) ডি.এস পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদরাসার সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়তলা মজহারিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নজমুল ইসলাম, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, গরিব অসহায় কল্যাণ ফান্ডের ট্রেজারার মোঃ আসাদ উদ্দিন, পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদরাসা মোহাম্মদিয়া বোর্ডিং ও ইয়াতিমখানার প্রধান পরিচালক হাফিজ মাওলানা শাহীনুল ইসলাম, সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ মাসুক মিয়া, মো: ছবুর আহমদ।
অনুষ্ঠান শেষে ব্রিটেন প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী আমিনুর মিয়ার মরহুম পিতাসহ সকলের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বড়তলা মজহারিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নজমুল ইসলাম।