আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সম্প্রতি ‘প্রবাস মেলা’ পত্রিকার সৌজন্য সংখ্যা সিডনির ‘প্রবাসী বাংলাদেশী উইমেন এসোসিয়েশন’ সংগঠনকে তুলে দেন পত্রিকার অস্ট্রেলিয়া প্রতিনিধি ও সাংবাদিক মো: আবুল কালাম আজাদ খোকন।
প্রবাসী বাংলাদেশী উইমেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফারহানা মোস্তফা বলেন, সিডনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কিছু স্বেচ্ছাসেবক মেয়েদের সমন্বয়ে ‘প্রবাসী বাংলাদেশি’ পরিবার। ‘প্রবাসী বাংলা’ নিয়মিত সদস্য সংখ্যা পনের জন। ২০১৪ সালে সংগঠনটির যাত্রা শুরু। সিডনির প্রবাসী বাংলাদেশী মহিলা গ্রুপ, যা নারীর ক্ষমতায়ন লক্ষ্য করে নারীকে বিভিন্ন দক্ষতা ও যোগ্যতা দিয়ে আত্মবিশ্বাসী করে তোলে। মহিলাদের স্বাস্থ্যবিষয়ক, বিভিন্ন শিক্ষামূলক কোর্স, সেমিনার, কর্মশালা ইত্যাদির আয়োজন করে থাকে।
এছাড়াও প্রাপ্ত বিভিন্ন সরকারী ও বেসরকারী ফান্ডিংয়ের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্বিতে নারীদের সহযোগীতা করে থাকে। বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রতি বছরই সিডনির ল্যাকেম্বায় তাঁরা পিঠা উৎসবের আয়োজন করে থাকে।
গত ৬ জুলাই সিডনি ল্যাকেম্বার চার্চ কনফারেন্স রুমে এই উৎসবের আয়োজন ছিল। ফারহানা মোস্তফা প্রবাসী বাংলাদেশী উইমেন এসোসিয়েশন (পিবিডাব্লিউএ) সংগঠনের সভাপতি। সুপারভাইজার হিসেবে ইশরা মেডিক্যাল সেন্টারে কাজ করছেন। সিডনিতে গত ৬ বছর যাবৎ বসবাস করছেন। ফেরদৌস সুলতানা প্রবাসী বাংলাদেশী উইমেন এসোসিয়েশন (পিবিডাব্লিউএ) সংগঠনের জেনারেল সেক্রেটারি। ফ্যামিলি ডে কেয়ার স্কীম (কিডস আর আস) প্রতিষ্ঠানর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন।
সিডনিতে গত ৫ বছর যাবৎ বসবাস করছেন। ফয়জুন পলি প্রবাসী বাংলাদেশী উইমেন এসোসিয়েশন (পিবিডাব্লিউএ) সংগঠনের কমিউনিকেশন সেক্রেটারি এবং একটি কিন্ডারগার্টেনে শিক্ষক হিসেবে কাজ করছেন। সিডনিতে ১৩ বছর যাবৎ বসবাস করছেন তিনি।