সিডনি, অস্ট্রেলিয়া: ঈদ মানেই উৎসব। বাঙালি দেশ ছেড়ে প্রবাসে পা বাড়ায়, সঙ্গে নিয়ে আসে তার বিভিন্ন পালা-পার্বণ। চরম ব্যস্ততার মাঝেও সবকিছু পালন করা চাই প্রবাসীদের।
এক বর্ণাঢ্য আয়োজনে সম্প্রতি সিডনির রেডগাম সেন্টারে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়ে গেলো। প্রায় তিনশ পঞ্চাশ জন অতিথিদের অংশগ্রহণে হইচই আর আনন্দে কাটল একটি মনোরম সন্ধ্যা। সেদিন কী না ছিল আয়োজনে। পুরোটা অনুষ্ঠান জুড়েই ছিল ঈদের আমেজ। নারী-পুরুষ ও বাচ্চাদের পরনে ছিল বাঙালি পোশাক—শাড়ি সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি। মনে হচ্ছিল ছোট্ট একটি বাংলাদেশ ।
চমৎকার নৈশ ভোজের পর আশফাকুর রহমান শাওন ও তাইফা আহমেদ মুন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি ডাঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ মীরজাহান মাজু এবং সাংস্কৃতিক সম্পাদক ডাঃ সায়েক খান। ডাঃ মতিউর রহমান অনুষ্ঠানে আগত এবং অনুষ্ঠানের সাথে সংযুক্ত সবাইকে ধন্যবাদ জানান।
নজরুলের কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বটি শুরু হয়েছিল, এরপর সমবেত কণ্ঠে শিল্পীরা গাইলেন ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি’. এই গানটির সাথে নৃত্যে ছিলেন আরিয়ানা। এরপর কবিতা আবৃত্তি করে ডাঃ রশিদ আহমদ ও ডাঃ তুষার দর্শকদের মোহিত করেন।ডাঃতুষার এর কবিতাটির সাথে নৃত্তে ছিলেন নুরুন্নাহার ফাহমি।
এরপর ছিল স্থানীয় শিল্পীদের যুগল কণ্ঠে গানের পরিবেশনা। কাইজার চৌধুরী -ডাঃ ফারজানা ইউসুফ, ডাঃ সাব্বির সিদ্দিকী-ডাঃ নাজমুন নাহার, ডাঃ গিয়াস আহমেদ- ডাঃ শাহনাজ পারভীন, ডাঃ খালেদুর রহমান-ডাঃ আয়েশা রহমান এবং তিথি ও ফাবিহার কণ্ঠে পরিবেশিত গানগুলো উপস্থিত দর্শকদের অভিভূত করে। এর মাঝে রবীন্দ্র সংগীতের সাথে নৃত্য পরিবেশনা করে দর্শকদের মাঝে কিছুটা সময় দেশীয় আমেজ তৈরি করেন তাসনিয়া আলম শারজাহ।
প্রথম পর্বের শেষ অংশে ছিল সব বয়সের শিল্পীদের নিয়ে বিশেষ ফ্যাশন শো। এই পর্বটি কোরিওগ্রাফি করেন ডাঃ আনজুমান বেগম। দর্শকরা মুহুর্মুহ করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন।
দ্বিতীয় পর্বের শুরুতে BMS-NSW এর পক্ষে ডাঃ মাজু নতুন এ এম সি ও স্থানীয় গ্রাজুয়েট দের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ডাঃ মতি ও ডাঃ সায়েক। ডাঃ মতি সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন।
এরপর শুরু হয় বাংলা ছায়াছবির অনুকরণে অনুষ্ঠান “ছায়াছন্দ”। ভালোবাসার রঙে নিজেদের রাঙিয়ে কাপলরা যখন শো স্টপার হয়ে মঞ্চে আসছিল তাদের দেখে মুগ্ধ দর্শকরা করতালি দিয়ে অভিবাদন জানায়। এতে অংশ গ্রহণ করেন ডাঃ কামার হেলালী-উম্মুল খায়ের, ডাঃ হালিম চৌধুরী-মুমু চৌধুরী, ডাঃ নিজাম উদ্দিন-আইরিন উদ্দিন ও ডাঃ রেজা আলী-রিজওয়ানা আলী জুটি।এই অংশের পরিকল্পনায় ছিলেন ডাঃ নাজমুন নাহার ও ডাঃ শায়লা ইসলাম লিমা। ফাবিহার বাঁশির সুরের মূর্ছনা দর্শকদের অভিভূত করে।
অনুষ্ঠানের শেষ পর্বে BMS-NSW প্রযোজিত এবং হ্যাপি রহমান পরিচালিত ” কুসুম এখন সিডনিতে” নাটকটি ছিল এবারের বিশেষ আকর্ষণ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ডাঃ মীরজাহান মাজু, ডাঃ ফাহিমা সাত্তার, ডাঃ সায়েক খান, ডাঃ কামার হেলালী, ডাঃ শফিক মজুমদার, ডাঃ জেসমিন রহমান ও সোহেল।স্বল্প সময়ের অনুশীলনে নাটকের কলাকুশলীরা উপস্থিত সবার মন জয় করে নিয়েছেন।
সবশেষে উপস্থিত সবার মাঝে র্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণে সাহায্য করেন ডাঃ মীরজাহান মাজু ও ডাঃ আয়েশা আবেদীন । সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি ডাঃ মতিউর রহমান আগত অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংস্কৃতিক উপ-কমিটির ডাঃ মতি, ডাঃ মাজু, ডাঃ সায়েক, ডাঃ শায়লা ইসলাম লিমা, ডাঃ আয়রিন কবির, ডাঃ ফারহান, ডাঃ রশিদ আহমেদ, ডাঃ জেসি চৌধুরী, ডাঃশফিক মজুমদার ও ডাঃ সাব্বির সিদ্দিকী।
অনুষ্ঠানের আলোক পরিকল্পনায় ছিলেন সঞ্জয় টাবু।সাউন্ড এ নাদিম ও তায়েফ, কী বোর্ড এ ফাবিহা ও রাসনান এবং তবলায় তায়েফ। অনুষ্ঠানে স্পনসর করে সহায়তা করেন ‘Mutual Homes’ ।প্রবাসজীবনের নানান ব্যস্ততাকে পাশ কাটিয়ে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সবাই উপভোগ করেন।