প্রবাস মেলা ডেস্ক: কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে ২৬ মে ২০২২, বৃহস্পতিবার হোটেল দ্যা ওয়েস্টিনে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভাসাবি প্রেজেন্ট টুয়েন্টি ইয়ার’স সেলিব্রেসন অব সিজেএফবি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি থাকবেন বিজিএমই’এ সভাপতি ফারুক হাসান এবং অনুষ্ঠানের অফিসিয়াল ব্রডকাস্টার এটিএন বাংলার চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ভাসাবি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা, কো-ম্পন্সর পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা ও গীতিকবি আসিফ ইকবাল, অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ধ্রুব মিউজিক স্টেশনের সিইও ধ্রুব গুহ, অ্যাডভান্স হোমসের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদা সুলতানা রুনু এবং দারাজ বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তাজদিন হাসান।
সিজেএফবির প্রধান উপদেষ্টা এনাম সরকার, সভাপতি তামিম হাসান, সাধারণ সম্পাদক খালেদ আহমেদ এবং অনুষ্ঠান কনভেনর মনজু আহমেদ আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি সংগঠনের বিগত দুই দশকের কার্যক্রম তুলে ধরবেন।
প্রতিষ্ঠার পর থেকে সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনে বিভিন্ন ধরনের প্রশংসনীয় কাজ করে আসছে সিজেএফবি। ঐতিহ্যবাহী এই সংগঠনটির প্রতি শিল্পী-কলাকুশলীদের রয়েছে দৃঢ় আস্থা। টানা দুই দশক ধরে সেই আস্থা গৌরবের সঙ্গে ধরে রেখেছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ সিজেএফবি।