মোহাম্মদ সহিদুল ইসলাম, সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট , বুধবার সিঙ্গাপুরে প্রবাসী আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুরের মোস্তফা প্লাজার একটি অভিজাত রেষ্টুরেন্টে হল রুমে শোক সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল মালেক হীরা। অনুষ্ঠানে সকল বক্তারা শ্রদ্ধাবনত ভালবাসায় বঙ্গবন্ধুর পরিবারকে স্মরণ করেন এবং বঙ্গবন্ধু হত্যাকারী পলাতক আসামীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালক জনাব আল আমিন বলেন, শোককে শক্তিতে পরিণত করতে হবে এবং আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে ফের ক্ষমতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর অগ্রণী এক্সচেঞ্জ’র সিইও, মোঃ হুমায়ুন কবির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগ’র সহ-সভাপতি আলেক খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মালেক হীরা, সুমন ভূইয়া, সিঙ্গাপুর যুবলীগের আহবায়ক খন্দকার আল-আমিন, যুগ্ম আহবায়ক পজলুর রহমান, সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিরাজ উদ্দিন, আদনান শাহ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোবাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হেসেন রাসেল, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ,সহ-সভাপতি আরিফ হেসেন, সাধারণ সম্পাদক জেপি তালাশ সহ সকল সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে দোয়া পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল খায়ের। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সতস্ফুর্তভাবে তবারক গ্রহণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।