হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে ব্রাহ্মণবাড়িয়া২ইউএসএ.কম-এর সম্পাদক আরিফুর রহমান আরিফ নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সাধারণ সম্পাদক আয়েশা আক্তার রুবিকে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।
গত রবিবার নিউইয়র্কে সংগঠনের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।
নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাংবাদিকদের মর্যাদাশীল একটি সংগঠন হিসেবে ইতোমধ্যেই স্বীকৃতি লাভ করেছে। এই নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি আরো দৃঢ়ভাবে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।