মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বিশিষ্ট প্রবাসীদের হাতে প্রবাস মেলার সৌজন্য কপি।
সম্প্রতি শারজাহে একটি অনুষ্ঠানের ফাঁকে ৭১ দর্শক ফোরামের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সবুর এবং সিআইপি মোসা: জেসমিন আক্তারের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার ইউএই, দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিক।
তারা প্রবাস মেলা’র প্রশংসা করেন এবং পত্রিকার সাফল্য কামনায় ভবিষ্যতে সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন।