প্রবাস মেলা ডেস্ক: শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। শুক্রবার গোতাবায়ে রাজাপাকসের পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির পার্লামেন্ট। এক সপ্তাহের মধ্যে ভোট দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন আইনপ্রণেতারা। প্রধান বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়া তাকে শপথবাক্য পাঠ করান।
রনিল বিক্রমাসিংহে শপথ নিয়ে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি সংবিধান মেনে চলবেন এবং দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করবেন।
আন্তর্জাতিক গণমাধ্যম গুলো বলছে: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে স্থায়ী প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করবেন। তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে ব্যক্তি নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন তিনি ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।
বিক্রমাসিংহে ছাড়াও সাবেক সেনা প্রধান শরৎ ফনসেকা এবং বিরোধীয় দলীয় নেতা সাজিথ প্রেমাসাদা প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দেশটিতে রাজনৈতিক সঙ্কটের মধ্যে অর্থনৈতিক সঙ্কট আরও ঘণীভূত হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছে, শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা না এলে শ্রীলঙ্কা পুরোপুরি অচল হয়ে যাবে।