প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পায় ১৯৯৯ সালে। আর এরপর তিনি আর নতুন কোনো সিনেমাতে অভিনয় করেননি।
সিনেমাতে নায়িকা হিসেবে অভিষেক হয় চিত্রনায়িকা কেয়ার ২০০১ সালের ৭ মার্চ মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে। চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত ইফতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়েছিলেন শবনম। সেখানেই শবনমের সঙ্গে দেখা করেন কেয়া।
শবনম বলেন, ‘কেয়াকে আমি চিনি। টিভিতে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা দেখার সুযোগ হয়েছে। ভালো অভিনয় করে। আর সেদিন পরিচয় হলো, লক্ষ্মী মেয়ে। কেয়ার জন্য অনেক অনেক শুভ কামনা। তার আগামী দিনের আরো সাফল্য কামনা করছি।’
কেয়া বলেন,‘ শবনম ম্যাডাম বাংলাদেশের সিনেমার গর্ব, আমাদের জীবন্ত কিংবদন্তি নায়িকা। শিল্পী সমিতির আহ্বানে তিনি যে সাড়া দিয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এ জন্য তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা তার ভালোবাসার কাছে ঋণী হয়ে গেলাম। তার সঙ্গে ভালোভাবে পরিচিত হয়ে আমার খুব ভালো লেগেছে। এত বড় একজন মানুষ, মহান একজন মানুষ, বড় একজন শিল্পী তিনি, অথচ তার উপস্থিতি ছিল একেবারেই সাধারণ একজন মানুষের মতো।
কী সুন্দর করে কথা বলেন, কী যে দারুণ তার পার্সোনালিটি। তিনি যতক্ষণ ছিলেন পুরোটা সময় আমি মুগ্ধতার আবেশে জড়িয়ে ছিলাম। তিনি আমাকে কাছে ডেকে আদর করেছেন, আমার ভীষণ ভালো লেগেছে। আমরা যারা জুনিয়র, সিনিয়রদের ভালোবাসা, আদর, শাসনের মাঝেই নিজেকে রাখতে চাই। কারণ এভাবেই আমরা শিখতে চাই। শবনম ম্যাডাম সুস্থ থাকুন, ভালো থাকুন-এটাই আমার প্রত্যাশা।’