ওয়াসীম আকরাম, বৈরুত লেবানন প্রতিনিধি: গ্রীষ্মকালীন ও সাপ্তাহিক ছুটিতে একটু হিমেল হাওয়া, প্রকৃতির নির্মল সান্নিধ্যে লেবাননে দীর্ঘদিন বিভিন্ন সংকট সময়ে নিরানন্দ জীবন,পরিবার-পরিজনহীন চিন্তাযুক্ত দলের নেতাকর্মীদেরকে সামান্যতম আনন্দ উল্লাস দিতে বৈরুত হতে প্রায় পৌনে দুইশ কিলোমিটার দূরে ছামা আরিফ ‘আইন যারা’ পর্যটক পটে বার্ষিক বনভোজনের আয়োজন করে লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটি।
রোববার (৩১ জুলাই) সকাল ৮টায় বৈরুত হতে রওয়ানা হয়ে কখনো উঁচু পাহাড় আবার কখনো সমতল রাস্তা হয়ে রাত সাড়ে ৯টায় ফিরে বনভোজন যাওয়া বাস দুটি। ‘আইন যারা’এই পর্যটক স্পট পাহাড়ি পানি ঝর্ণার সৌন্দর্য, আবহাওয়া, মনোরম পরিবেশ মনজুড়ে যায় সকলের। সে সময় ঝর্ণার হিমেল পানিতে গোসল করা, ফটো-সেলফিসহ ভিডিও করা নিয়ে উল্লাসে মেতে উঠেন অনেকে। এছাড়াও বাংলা মিউজিকে নেচে-গেয়ে মনে হয় এই যেন একটুকরো বাংলাদেশ আনন্দে আত্মহারা তারা। মাছে ভাতে বাঙালী তারা সেখানে বাংলাদেশীয় সিস্টেম কাঠ দিয়ে খাবার রান্না করে একসাথে মিলেমিশে খেয়েছেন।
দলের সেক্রেটারী জেনারেল আমিনুল ইসলাম আইমান ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের অক্লান্ত চেষ্টা ও পরিশ্রমে এবং সহ সভাপতি ও যুবদলের সভাপতি সৈয়দ আলমের সেবায় দুটো বাস নিয়ে আনন্দ উল্লাসে বনভোজনটি অনুষ্ঠিত হয়েছে।
দলের সভাপতি ওয়াসীম আকরাম সেসময় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশ ও প্রবাসে এই দুঃসময়ে সকলে ধৈর্য্য ধারণ করতে অনুরোধ করছি। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বিশ্বে প্রায় দেশের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। যেখানে সমস্যা সেখানে সমাধানও আছে। বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে প্রধানমন্ত্রী যেই উক্তি দিয়েছেন, তার উত্তরে তিনি বলেন, সরকারের আমলারা বিভিন্ন সময়ে প্রবাসীদেরকে শুভেচ্ছাদূত, রেমিট্যান্স যোদ্ধাসহ উন্নয়নেরকারীগর উপাধি মুখে মুখে দিয়ে থাকলেও বাস্তবতায় পাসপোর্ট তৈরী থেকে শুরু করে প্রত্যেকটা পথে পথে হয়রানি হচ্ছেন প্রবাসীরাই।
বনভোজন অনুষ্ঠানে দলের মহিলাকর্মীদের মধ্যে চেয়ার খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রথম স্থান হ্যাপি আক্তার, দ্বিতীয় স্থান সুলতানা নুর এবং তৃতীয় স্থান অর্জন করে রোবিনা আক্তার।