ওয়াসিম আকরাম, বৈরুত, লেবানন:
‘যেতে নাহি দিব হায়,
তবু যেতে দিতে হয়,
তবু চলে যায়’।
এই সত্যের কাছে হার মেনে ২ নভেম্বর শুক্রবার লেবানন প্রবাসীদের কীর্তিমান মানুষ, লেবানন দূতাবাসের হেড অব চ্যান্সারী ও কাউন্সেলর সায়েম আহমেদ বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমান থেকে বিদায় নিয়ে তুরস্ক হয়ে বদলিতে চলে যাচ্ছেন কেনিয়াতে।
তিনি প্রবাস মেলা লেবানন প্রতিনিধি ওয়াসীম আকরামকে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োগে দুবছর আগে বৈরুত দূতাবাসে আসেন। এ দীর্ঘ দু’বছর লেবানন প্রবাসীদের জন্য আমার সর্বোচ্চ যতটুকু করা সম্ভব হয়েছে তাঁর চেষ্টা অটুট ছিল, এরপরও কেহ যদি কোন প্রকার কষ্ট পেয়ে থাকেন, কষ্ট না রেখে পরিবার ও তাঁর জন্য দোয়া করতে বলেন সায়েম সাহেব। তার সাথে দেশের সুনামে সকল প্রবাসী নিজ নিজ কর্মজীবনে সুখী হউক এ প্রার্থনা করেন তিনি।