ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: ১৭ জুলাই ২০১৮ লেবাননের রাজধানী বৈরুতে বিবি এনার্জি গ্রুপ ও বাংলাদেশের রানার গ্রুপের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর হয়েছে। এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে রানার গ্রুপের তিন সদস্যের প্রতিনিধি ও বিবি এনার্জি গ্রুপের প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ সরকারের নিযুক্ত বৈরুত দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার উপস্থিত ছিলেন।
লেবাননের বিবি এনার্জি গ্রুপ ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সুপরিচিত এবং ঐতিহ্যবাহী নাম। ১৯৩৭ সাল থেকে বিবি এনার্জি গ্রুপটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় তেল ও গ্যাস ক্ষেত্রে ব্যবসা ও বিনিয়োগ করে আসছে। এছাড়াও বিশ্বের ১৩ টি দেশে এ কোম্পানি দক্ষতার সংগে কাজ করছে। বাংলাদেশেও তাদের বিনিয়োগ রয়েছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বিবি এনার্জি বাংলাদেশে এলপিজি সিলিন্ডার উৎপাদনের লক্ষ্যে একটি কারখানা স্থাপন বাবদ প্রাথমিকভাবে ৫-৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে।