ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার লেবাননের ইন্সুরেন্স কন্ট্রোল কমিশনের প্রধান (মহাপরিচালক) মিজ নাদিন আল হাব্বাল আসালি-র সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ সরকারের নিযুক্ত বৈরুত দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। এ সময় তিনি লেবাননে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ইন্সুরেন্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
মিজ নাদিন আল হাব্বাল আসালি এসব সমস্যার সমাধানে রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া রাষ্ট্রদূত অবৈধভাবে বসবাসরত কর্মীদের নিজ খরচে ইন্সুরেন্স করার প্রস্তাব দিয়েছিলেন কিন্ত তিনি রাজি হননি। অবৈধ কর্মীদের বিষয়টি লেবানিজ আইনে অনুমোদিত নয় বলে জানান
মিজ নাদিন।