প্রবাস মেলা ডেস্ক: কোরবানির ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। সিনেমাটি এখনো চলছে প্রেক্ষাগৃহগুলোতে, দর্শকের ভিড় লেগেই আছে। বহুদিন পর দেশের সিনেমায় এমন দর্শকের জোয়ার দেখা যাচ্ছে।
বুধবার (৩ আগস্ট ২০২২) ফেসবুকে চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু পেজ ও গ্রুপের মাধ্যমে জানা যায়, রাজধানীর মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় এক বৃদ্ধকে ঢুকতে দেওয়া হয়নি। কারণ তিনি লুঙ্গি পরে এসেছিলেন। এই বিষয়টির ভিডিও ফেসবুকে প্রকাশের পর কষ্ট পেয়েছেন ‘পরাণ’ সিনেমার নায়ক, নায়িকা ও পরিচালকরা। ঘটনাটি জানার পর থেকেই তারা সেই ব্যক্তিকে খুঁজছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, হাফহাতা সাদা শার্ট ও লুঙ্গি পরে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৬০ বছর। সেই ভিডিওতে তাকে একজন প্রশ্ন করেন, আপনার কাছে টিকিট বিক্রি করেনি কেন? লুঙ্গিপরা ব্যক্তিটি বলেন, ‘আমি লুঙ্গিপরা। লুঙ্গি পরেছি বলে আমার কাছে টিকিট বিক্রি করবে না।’
আবারও ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখন চলে যাচ্ছি।’ অবশ্য ওই ব্যক্তি হাসিমুখেই বের হন। এই ঘটনার পর থেকেই ব্যথিত ‘পরাণ’ সিনেমার পরিচালক রায়হান রাফি, নায়ক শরীফুল রাজ, নায়িকা বিদ্যা সিনহা মিম।
বিষয়টি জানার পর কষ্ট পেয়েছেন, ‘পরাণ’-এর নায়ক শরীফুল রাজ। তিনি তার ফেসবুকে লেখেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। তার সঙ্গে বসে আমরা পরাণ টিম সিনেমা দেখব।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ফেসবুকে লিখেছেন, `এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সঙ্গে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু জোগাড় করে দেন প্লিজ।