ডেস্ক রিপোর্ট: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগ দিতে গিয়ে বিশিষ্ট লায়ন মো: জুনাব আলী সাবেক ছাত্রনেতা কমিটি ফর ডেমোক্রেসী ইন বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ চেতনা পরিষদ যুক্তরাষ্ট্রের সাবেক সদস্য সচিব, কর্ণেল তাহের স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিষ্ঠাতা আহ্ববায়ক, কক্সবাজার মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমানে বিশ্বব্যাপী প্রবাসীদের নিয়ে গঠিত সর্ববৃহৎ সংগঠন ‘কানেক্ট বাংলাদেশ’ এর আন্তর্জাতিক সমন্বয়ক সিকদার গিয়াসউদ্দিনের কাছে প্রবাস মেলা’র বেশ কিছু প্রিন্ট কপি হস্তান্তর করেন।
এ সময় সিকদার গিয়াসউদ্দিন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কনভেনশনে অংশগ্রহণকারী বাংলাদেশের লায়ন্সদের উদ্দ্যেশ্যে বক্তব্য প্রদানকালে বিশ্বব্যাপি প্রবাসীদের অধিকার আদায়ে ‘কানেক্ট বাংলাদেশ’ এর কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ তুলে ধরেন। পরে লায়ন মো: জুনাব আলী ও সিকদার গিয়াসউদ্দিন ‘প্রবাস মেলা’ হাতে নিয়ে পরস্পর একসাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।