বনি সিংহ, কোলকাতা, ভারত থেকে: ১ জুলাই ২০২২, শুক্রবার পয়লা জুলাই লালবিহারী শাহ্ এর প্রয়াণ দিবস উপলক্ষে বেহালা দৃষ্টিহীন শিল্প নিকেতন চত্বরে আবাক্ষ মূর্তিতে মাল্যদান ও স্মৃতিচারণার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। দৃষ্টিহীনদের মধ্যে জ্ঞানের আলো পৌঁছে দিতে তারই উদ্যোগেই সৃষ্টি হয়েছিল কলকাতা অন্ধ বিদ্যালয় ১০০ বছরেরও বেশি সময় আগে। শাহ্ ব্রেইল পদ্ধতির তিনিই স্রষ্টা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশান্ত চট্টোপাধ্যায়, মনোতোষ মুখোপাধ্যায়, শ্যামল সাহা, রাজা ফয়্যাজ আলম।
মূর্তিতে মাল্যদান করেন দিগ্বিজয় চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।