সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সবুজ গাছপালায় ঘেরা পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলস শহরের গ্রিরফিথ পার্কের পিকনিক স্পটে ৩০ সেপ্টম্বর রবিবার দুপুরে লস এন্জেলেস প্রবাসী গ্রেটার বরিশালবাসীর বার্ষিক বনভোজন আয়োজন করে। চমৎকার আনন্দঘন ও উৎসব মুখর এই পিকনিক এ মধ্যাহ্ণভোজের পাশাপাশি মহিলাদের জন্য ছিল মিউজিকাল পিল, বরিশালের জামাইদের জন্য ছিল বিশেষ খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাচ্চাদের জন্য ছিল দৌড় প্রতিযোগিতা।
বনভোজনে উপস্থিত অতিথিদের নিয়ে লস এঞ্জেলেস বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আবুল ইব্রাহিমের তন্ময় এলিনের জন্মদিন পালন করা হয়।