সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস্, যুক্তরাষ্ট্র প্রতিনিধি : ২৮ অক্টোবর ২০১৮ রবিবার সিটি অফ হেনরি বৈসার্যান্স পার্কের (henry boisseranc park) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অরেঞ্জ কাউন্টির ‘গ্রীষ্মবরণ উৎসব’ এর শিল্পী কলকৌশলী ও স্পন্সরদের জন্য এপ্রিসিয়েশন পিকনিক অনুষ্ঠিত হয়।
প্রবাসে শীত মৌসুম আসার পূর্বে বনভোজনে যাওয়ার একটি সুন্দর সময়। প্রবাসের যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে বাঁচতে মন চায় একটুখানি শান্তির পরশ। সে কথা মাথায় রেখে গ্রীষ্মবরণ উৎসবের আহ্বায়ক রফিকুল হক রাজু রকমারী দেশিও খাবারের পাশাপাশি ছোটদের জন্য নানা ধরনের খেলাধুলার এবং মনমোগ্ধকর সাংস্কৃতিক ব্যবস্থা করেছিল।
২৮ অক্টোবর রবিবার ছুটির পরন্ত বিকালে বন্ধুবান্ধবের সাথে কাটানোর জন্য লস এন্জেলস্ ও তার আশেপাশে বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশি অরেঞ্জ কাউন্টির ‘গ্রীষ্মবরণ উৎসব’ এর উদ্যোগকে স্বাগত জানিয়ে পিকনিকে অংশগ্রহন করে।
ভাষা সৈনিক ডা: মো: সিরাজউল্লাহ, মুক্তিযাদ্ধা ড.জয়নুল আবেদিন, আনিসুর রহমান, জাহিদুল মাহমুদ জামী, আব্দুর রাজ্জাক, আমানুর রহমান, ইন্জিনিয়ার জালিল খান, সামসুদ্দিন মানিক, ফাইম, শ্যামল, বিবেক সরকার, রেজা, ইয়াসমিন, ইমন, রায়হান, মানিক, রানা, হীরা মান্নু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গ্রীষ্মবরণ উৎসবের পক্ষ থেকে কিংবদন্তি কন্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য এ ক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।