সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দিপু মনি এমপি উনিভার্সিটি অব ক্যালিফোনিয়া বার্কলির আমন্ত্রণে ঘুরে গেলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। ১৯ জুলাই বার্কলি ইউনিভার্সিটিতে তিনি রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি সেমিনারে যোগ দেন। সেমিনারে তিনি রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ এবং রোহিঙ্গা প্রত্যাবসনে ধীর গতির অভিযোগ তুলেন।
২০ জুলাই তিনি সড়ক পথে সানফ্রান্সিসকো থেকে লস এঞ্জেলেসে আসেন, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সংবর্ধনা ও মতবিনিময় সভায় যোগ দিতে। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের অনুষ্ঠানে তিনি ছাড়াও সাবেক কংগ্রেসম্যান জিম রিচার্ড উপস্থিত ছিলেন।
আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করে নৃত্যের তালে তালে ফুলদিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়। ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ রবি আলমের স্বাগত বক্তব্য এবং বিশেষ অতিথি জিম রিচার্ডের সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রধান অতিথি বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দিপু মনি গত দশ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী দিনে শেখ হাসিনার সরকারকে দেশ পরিচালনার সুযোগ দিতে প্রবাসীদের সাহায্যের আহব্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যের পরপরই স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।
এ ছাড়াও ১৮ জুলাই লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনসাল জেনারের বাসভবনে ডাঃ দিপু মনির সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়। সেখানে আওয়ামী লীগের নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। ২০ তারিখ রাতে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ ডাঃ দিপু মনির সম্মানে নৈশ ভোজের আয়োজন করেন ।নৈশভোজে আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও প্রেসক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।