প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দুঃসাহসিক নেতৃত্বে দুরন্ত অর্জন পদ্মা সেতু। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে তার নেতৃত্বে লাখো বাঙালির স্বপ্ন পদ্মা সেতু ২৫ জুন ২০২২, শনিবার শুভ উদ্বোধন করা হয়েছে। মহতি এই উদ্বোধনকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম এর উদ্যোগে `Padma Bridge: Milestone of a Decade of Growth and Prosperity’ শীর্ষক এক স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৭ জুন ২০২২ যুক্তরাজ্য সময় ১৯.০০-২১.০০ মিনিটে লন্ডনের Impression Events Venue, Milner Road, London E15 3AD তে উক্ত স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, কৃতি প্রবাসী বাংলাদেশি সহ দেশপ্রেমী বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মহতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদেরকে সনির্বন্ধ আহ্বান জানিয়েছেন হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম।
হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানানো হয়েছে। প্রবাস মেলা পরিবার উক্ত স্মারক অনুষ্ঠানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে।