জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধিঃ ০৯ আগস্ট ২০২২ লন্ডনের ইলফোর্ডের ক্রিস্টাল বেনকুইটিং হলে ‘হৃদয়ে আমার বাংলাদেশ’ গ্রুপের আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রুপের প্রেসিডেন্ট মতিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নাঁচে-গানে আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন এডমিন ও মডারেটর প্যানেলের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও গানের পুরষ্কার বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। উৎসবে বেশ কিছু স্টলে বাংলাদেশের জামদানী শাড়ি ও অনান্য কাপড়, গহনা, হ্যান্ডিক্রাফট ও বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন ও বিক্রয় করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত বাংলাদেশি স্বতস্ফূর্তভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
‘হৃদয়ে আমার বাংলাদেশ’ ফেসবুক গ্রুপ মূলত আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে প্রবাসীদের মাঝে তুলে ধরতেই এ আয়োজন করে। বক্তব্য প্রদান করেন আইওন টিভি’র সিইও আতাউল্লাহ ফারুক, কাউন্সিলর মুজিবুর রহমান, কাউন্সিলর রহিমা খাতুন, কাউন্সিলর ফয়েজ উদ্দিন, এক্স কাউন্সিলর আয়েশা খাতুন, ব্যারিস্টার তারেক চৌধুরী এবং বিভিন্ন সংগঠনের অসংখ্য গুণীজন।
অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে মিডিয়া পার্টনার আইওন টিভি। অংশগ্রহনকারী সকলকে গ্রপের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান গ্রুপের এ্যাডমিন শাহনাজ মতিন। সবার সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে গ্রুপের পক্ষ থেকে এর চেয়ে বড় করে আয়োজন করা হবে বলে মনে করেন আয়োজকরা।