প্রবাস মেলা ডেস্ক: ২৫ এপ্রিল ২০২২, সোমবার ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মুজিবুল হক মনির সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ হামজার পরিচালনায় ও মৌলানা জাবির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি টাওয়ার হেমলেটের স্পিকার আহবার হোসেন। আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র দরছ উল্লা, জান্নাতুল ইসলাম বাবুল, নেসুর আহমদ, মো: নুরুল হক, আলিফ মিয়া, আবু সাইদ বুলন, সাজ্জাদ হোসেন, ইসতাব আহমদ তালুকদার, কাউন্সিলর তারিখ খান, শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের প্রয়াত প্রধান উপদেষ্টা জিল্লু হক সাহেবের জন্য দোয়া করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।