শেখ মুহিতুর রহমান, লন্ডন, যুক্তরাজ্য: লন্ডনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হলো তিনদিনব্যাপী রহিম বাদশা ও রুপবান পালা উৎসব। র্পূব লন্ডনের ঐতিহ্যবাহী স্পেস থিয়েটারে গত ২০, ২১ ও ২২ জুলাই অনুষ্ঠিত পালাটি বাংলাদেশ কমিউনিটির পাশাপাশি ইংরেজ দর্শকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা অর্জন করেছে। কবি, নাট্য পরচিালক ও অভিনেতা টি এম আহমেদ কায়সারের পরিচালনা ও নির্দেশনায় পালাটিতে রাজা চরিত্রে অভিনয় করেন কবি ও সাংবাদিক সারওয়ার-ই আলম, রুপবান চরিত্রে নৃত্যশীল্পি সোনিয়া সুলতানা, রহিম চরিত্রে নৃত্যশীল্পি সোহলে আহমেদ, তাজেল চরিত্রে কোরিওগ্রাফার আইরিন আরজু, শিশু রহিম চরিত্রে তরুণ সংগীতশীল্পি নাফিস জয় এবং সাধু চরিত্রে কবি ও সাংবাদিক মাসুক ইবনে আনিস।
উল্লেখ্য বাংলাদেশে যুগ যুগ ধরে জনপ্রিয় পৌরানিক কাহিনী রহিম বাদশা ও রুপবান পালার বিলেতে তিন দিনব্যাপি মঞ্চ পরিবেশনা এটিই প্রথম। মূলধারার সংস্কৃতি ও শিল্পীে বোদ্ধাদের মাঝে এ পরিবেশনটি ব্যাপক আগ্রহের সঞ্চার করেছে। পালাটির আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন সৌধ।