আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি : ইতালির রোমে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এবং সমাজসেবকদের হাতে পাক্ষিক প্রবাস মেলা পত্রিকা।
ইতালির ব্যবসা সফল ন্যাশনাল এক্সচেঞ্জ এস আর এলের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর ফরাজী, বিশিষ্ট ব্যবসায়ী ফরাজী ডেন্টাল হাসপাতাল লিঃ এর ডাইরেক্টর ও বরিশাল বিভাগ সমিতি ইতালির সাধারণ সম্পাদক আব্দুর রব মিন্টু, কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক সচিব মাজেদুর রহমান এর হাতে প্রবাসীদের প্রিয় পত্রিকা ‘প্রবাস মেলা’।
বিশিষ্ট ব্যক্তিদের হাতে পত্রিকা তুলে দেন কানেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সমন্বয়ক ও প্রবাস মেলা’র রোম প্রতিনিধি আখি সীমা কাওসার। তারা পত্রিকাটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রবাস মেলার সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পৃথিবীব্যাপি প্রবাসীদের সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা তুলে ধরায় তারা পত্রিকার কলাকুশলীদেরও ধন্যবাদ জানান।