প্রবাস মেলা ডেস্ক: দালালের দৌরাত্ম্যে মাল্টার পর এবার রোমানিয়ারও শ্রমবাজার বন্ধের শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে কাজ করার পাশাপাশি উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে। কিন্তু একদল দালালের কারণে সে আশা গুড়ে বালি হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীরা।
পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য বিশাল কাজের সুযোগ রয়েছে। এখানে জাহাজ রেস্টুরেন্ট, শিল্প-কলকারখানা ছাড়াও বাগান পরিচর্যায় প্রবাসী শ্রমিকের বিপুল চাহিদা রয়েছে। এ ছাড়া সুযোগ রয়েছে এখানে গড়ে ওঠা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে লেখা পড়ারও। কিন্তু এক শ্রেণির দালালের কারণে রোমানিয়ার দরজাও বন্ধ হওয়ার আশঙ্কায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
মাল্টার মতো কম বেতন থাকায় এখানে এসেও বাংলাদেশিরা অবৈধ পথে পাড়ি জমান বিশ্বের বিভিন্ন দেশে। যার কারণে বাংলাদেশিদের জন্য কঠিন হতে চলেছে রোমানিয়ার ভিসাও। ইতোমধ্যে মাল্টা সরকার বাংলাদেশের জন্য সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধ করে রেখেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সেখানে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি বলেন, যারা রোমানিয়ায় আসতে চাচ্ছেন তারা বাংলাদেশে থাকা অবস্থায় যে এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেছেন, তাদের কাছে কাজ, বেতন ও থাকা সম্পর্কে নিশ্চিত হয়ে আসবেন।
সংশ্লিষ্টরা জানান, রোমানিয়ার ৪৯টি পাবলিক এবং ৮টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করার সুযোগ রয়েছে বাংলাদেশিদের।