প্রবাস মেলা ডেস্ক: প্রকাশিত হলো রুমানা ইসলামের কণ্ঠে নতুন গান ‘এখনো শ্রাবণ ঝরায়’। গানটি লিখেছেন গীতিকার জামাল হোসেন, সুর ও সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে রঙ্গন মিউজিক-ইউটিউব চ্যানেলে।
রুমানা ইসলাম বলেন, ‘গানটির কথা ও সুর এত চমৎকার, গাইতে গিয়ে যেন আমি আমার নিজেকেই খুঁজে পেয়েছি। আমি যে ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি, জামাল ভাই ঠিক তেমনি কথা লিখেছেন, সুরটি গানের সঙ্গে দারুণ মানিয়েছে। এরই মধ্যে গানটি প্রকাশিত হয়েছে। ভালো সাড়া পাচ্ছি।’
গীতিকার জামাল হোসেন বলেন, ‘রুমানা ইসলাম যে ধরনের শিল্পী, তাঁর ব্যক্তিত্ব, তাঁর কণ্ঠকে বিবেচনা করেই এই গানটি লেখা। তিনি চমৎকার গেয়েছেন।’
কদিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে রুমানার গাওয়া গান ‘ছোট এই বুকে’। ফুয়াদ আল মুক্তাদিরের লেখা ও সুর করা গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন জে কে মজলিস। প্রকাশের অপেক্ষায় আছে রুমানা ইসলামের গাওয়া অভি মঈনুদ্দীনের লেখা ও সুর করা ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি’ শিরোনামের একটি গান। সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান।