মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ৬ সেপ্টেম্বর রাতে সৌদি আরব প্রবাসী নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে কম্পানিগঞ্জ যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন নাজিম জন্টুর বিদায়ী সংবর্ধনা বাথা ক্লাসিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।
প্রবাসী কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে আনোয়ারুল হক মিধন ও জাকির হোসেন বাবলুর যৌথ সঞ্চালনায়অনুষ্ঠানের উদ্ভোধন করেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগের সহ সভাপতি মীর্জা হেলাল উদ্দিন ফিরোজ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন । প্রধান আলোচক ছিলেন প্রবাসী বৃহত্তর ফরিদপুর জেলা আওয়ামীলীগ নেতা এসকান্দার আলী খান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফার আল বাতেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি খায়রুজ্জামান খায়ের ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সহ সভাপতি জহিরুল হক ভুঁইয়া, রিয়াদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাতবর, প্রবাসী গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান, কোম্পানীগঞ্জ যুবলীগ নেতা মুক্তার হোসেন শাহিন, রিয়াদ মহানগর ছাত্রলীগ সভাপতি আতিয়ার হাওলাদার আতিক, আবদুল হালিম মাতবর, দেওয়ান মোহাম্মদ ইউসুফ সহ আওয়ামী পরিবারের নেতারা ।
বক্তারা নোয়াখালী প্রবাসী কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন নাজিম জন্টুর রাজনিতিক জীবনের উপরে আলোচনা করেন এবং জন্টু বাংলাদেশের যেখানেই যাবে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের লক্ষে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন । অনুষ্ঠান শেষে বিদায়ী নিজাম উদ্দিন নাজিম জন্টুকে ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার প্রবাসী সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা কবিতা গ্রন্থ ‘তোমার উত্তাপে হৃদয় কাঁপে’ শিরোনামের বইটি লিখক নিজেই শুভেচ্ছা উপহার হিসেবে তার হাতে তুলে দেন ।