রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি : ২৮ সেপ্টেম্বর শুক্রবার সৌদি আরবে অসুস্থ প্রবাসী এক নেপালী পরিবারকে আর্থিক সহয়তা দেয়ার লক্ষে রিয়াদ প্রবাসী নেপাল নাগরিক এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে।
প্রবাসী নেপাল নাগরিক এসোসিয়েশন সভাপতি খেমরাজ ভট্ট এর সভাপতিত্বে
মীর বাহাদুর সোনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব নেপাল ইনভেস্টমেন্ট ব্যাংকের কান্ট্রি ম্যানেজার আরবি লামা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাথা ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার মো: জাহাঙ্গীর অালম হৃদয়, ডাক্তার আনি রুদ্র পাঠক, নেপাল ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি অফিসার রাম লামা, মিথিলা সাংস্কৃতিক সমাজের ভাইস প্রেসিডেন্ট মহেশ কুমার সিং, সাধারণ সম্পাদক গনেশ বসমেত, জিতিন্দ্র সাহা, অর্থ সম্পাদক দিপেন মাল্লা, ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং অফিসার রুস্তম খান, শাহাদাত পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে নেপালী প্রবাসীদের ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়া হয়।