কোলকাতা, ভারত প্রতিনিধি: সম্প্রতি আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট হলে নন্দিনী লাহার মানসকন্যা ‘রক্তকরবী’র সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একটি সম্পূর্ণভাবে সাফল্যমন্ডিত অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা জ্ঞাপন করা হয়। বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সরোদ বাবা ও গায়কি মাতা (মিউজিক মেডিটেশন), ড. অরুণ রাজ (সমাজ সেবক ও হিন্দি সাহিত্যিক), দেবাশীষ মল্লিক চৌধুরী (চিত্র শিল্পী), কেতকীপ্রসাদ রায় (কবি), ধনঞ্জয় ঘোষাল (নাট্যকার), দীপা দাস (সঙ্গীত শিল্পী), রীতেশ বসাক(সংগঠক) প্রমুখ ব্যক্তিত্বরা। তাদের সকলের মুখে কিছু অসামান্য কথা শুনে সকলে ঋদ্ধ হয়েছে। শিক্ষক দিবস উপলক্ষে রক্তকরবীর শিক্ষাগুরু অনিন্দ্য গুপ্তকে বরণ করে নিলো রক্তকরবীর সকল সদস্যরা একসাথে। দুঃস্থ কৃতী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় অর্থ ও উপহার সামগ্রী। অনাথ আশ্রমে পুরোনো বস্ত্র ও অর্থ সাহায্য করা হয়। বিশিষ্ট কবিরা শোনালেন তাদের কবিতা। বিশিষ্ট কবিদের মধ্যে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ বন্দোপাধ্যায়, অমিত কাশ্যপ, চন্দ্রশেখর ভট্টাচার্য ও সাকিল আহমেদ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো বিশিষ্ট নাট্যকার ও বাচিকশিল্পী শুভাশীষ ঘোষ ঠাকুর ও আত্রেয়ী ঘোষ ঠাকুরের শ্রুতি নাটক। বরাবরের মতো এবারও ওনারা অসাধারণ অনুষ্ঠান করলেন। অনেক বাচিকশিল্পীরা এই অনুষ্ঠানে যোগ দিয়ে়ছেন এবং তারা অনাথ আশ্রমে দেওয়ার জন্য জামাকাপড়ও নিতে এসেছিলেন। সকলের সহযোগিতায় একটি সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান হয়েছে। ঋতুরাজের সঞ্চালনা এই অনুষ্ঠানে একটা আলাদা মাত্রা যোগ করেছে। মুগ্ধ হতে হয় ঋতুরাজের আবৃত্তি শুনে। নন্দিনীর ভালবাসার ডাকে সাড়া দিয়ে সবাই এসে ওর এই সামাজিক কাজের অদম্য ইচ্ছাকে সম্মান জানিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। রক্তকরবী বিশেষভাবে কৃতজ্ঞতা জানায় সকলকে।