জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য: ২২ জুলাই ২০১৮ পূর্ব লন্ডনের রমফোর্ড রোডে একটি স্থানীয় রেস্টুরেন্টে বৃহত্তর রংপুর সমিতি (যুক্তরাজ্য) বিপুল সংখ্যক রংপুরবাসীর উপস্থিতিতে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
প্রধান উপদেষ্টা জনাব আব্দুর রাজ্জাক মোল্লা এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা আব্দুল জলিল সরকার।
১১ জন সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৬ জন সদস্যই সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা আনেন এবং তাদের স্বেচ্ছাচারিতা ও অসাংবিধানিক কর্মকান্ডের অভিযোগে উপস্থিত সকলের সম্মতিক্রমে কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয় ।
আগামী ৩-৬ মাসের মধ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা এবং আগামী ২৮ জুলাই ২০১৮ রংপুর সমিতির বার্ষিক বনভোজন করার সিদ্ধান্ত নেয়া হয় । এ ছাড়া আগামীতে নুতন কমিটি হওয়ার পর বিগত দিনের মত ইউকে বসবাসকারী রংপুরবাসী সহ সকল বাংলাদেশি ছোট ছোট বাচ্চাদের বাংলা ভাষার প্রতি আগ্রহ বাড়াতে ও বাংলা ভাষাকে দেশের উন্নয়নের সহযোগীতায় এগিয়ে আসতে নিরলসভাবে কাজ করার জন্য উপস্থিত সকলে করতালির মাধ্যমে উপরোক্ত সিদ্ধান্তকে স্বাগত জানান। উক্ত সভায় ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৬ জন উপস্থিত ছিলেন। তারা হলেন মাকসুদা শিরিন (ভাইস প্রেসিডেন্ট), সোরওয়ার্দী বাবুল (ভাইস প্রেসিডেন্ট), মোতহারুল ইসলাম (নির্বাহী সদস্য), খাজা সামসুজ্জোহা প্রিন্স (নির্বাহী সদস্য), গোলাম মোস্তফা (নির্বাহী সদস্য), ওয়াহিদা রুনা (কোষাধ্যক্ষ)।
এ ছাডাও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোমিন, ব্যারিস্টার ইমরান, ব্যারিস্টার মিজান, ব্যারিস্টার মিলু, ব্যারিস্টার মামুন কাদেরি, জনাব মনজুরুল হক, ফকির চৌধুরি মিলন, নাসিমা কাজল, খাদিজা মিলি, জলিল, শহিদ, ফারুক, লিটন, রেজাউল, শাহিন, আমিনুল হক সহ আরো অনেকে।