শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: কুয়েত প্রবাসী যুবনেতা তৌহিদুল আলম চৌধুরীকে জাতীয় মানবাধিকার সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক সম্মাননা পাওয়ায় কুয়েত প্রবাসীরা ফুলেল শুভেচ্ছা ও নাগরিক সংবর্ধনা দিয়েছেন। কুয়েত প্রবাসী যুব জাগরন সংবর্ধনা উদযাপন কমিটি কুয়েতের উদ্যোগে ২ নভেম্বর ফরওয়ানিয়ার একটি মিনি অডিটোরিয়ামে আলোচনা, নাগরিক সংবর্ধনা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবনেতা ইসমাঈল হোসেন হাওলাদার।
যুবনেতা সফিক টিটুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েত এর প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম। প্রধান আকর্ষণ সংগঠক তৌহিদুল আলম চৌধুরী, হুমায়ুন কবির, জাহিদুল ইসলাম, কবির হোসেন, মনিরুল ইসলাম তুষার, শাহীন খান লিটু, শাহআলম, লুতফর গাজী, ফয়েজ সহ বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশি সংগঠক ।
বক্তব্য রাখেন কামাল হোসেন, তাজুল ইসলাম, মীর তারেক সহ অনেকে । বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের মাটিতে প্রবাসীদের একটু সম্মান তা যেন গোটা প্রবাসীদের, আর তা যদি হয় জাতীয় কোনো প্রতিষ্ঠান হতে তাহলে তো কথাই নেই, তেমনি জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক উপাচার্য ড.আক্তারুজ্জামানের কাছ থেকে সম্মাননা গ্রহন করা যেমন খুশির সংবাদ পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় মানুষের অধিকার শীর্ষক এক সভায় বিশেষ সম্মাননা ক্রেস্ট ২০১৭ পাওয়া গর্বের বলেই মনে করেন। ভবিষ্যতে তৌহিদুল আলমের মত সমাজ কর্মী হয়ে প্রবাসীরা দেশ ও মানুষের সেবায় উৎসাহিত হওয়ার জন্যই এ আয়োজন বলে জানান উপস্থিত সকলে।
এসময় বিপুল সংখ্যক প্রবাসী ও রাজনৈতিক নেতাকর্মী, শাখা কমিটি সহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দায়িত্বশীল যুবনেতৃত্বের জন্য বিশেষ ভূমিকা রাখায় যুবনেতা তৌহিদুল আলম চৌধুরী, ইসমাইল হোসেন হাওলাদার ও কবির হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।