হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৩ নভেম্বর রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা পাটি হলে জেল হত্যা দিবস পালন করা হয়। দিবসটি পালনের সভায় দোয়া মহফিল সহ এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়।
আলোচনা সভায় সভাপতি ছিলেন শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কায়কোবাদ খান। আলোচনায় জেলহত্যায় জড়িতদের শাস্তি সহ জননেত্রী শেখ হাসিনার দেশীয় উন্নয়নের জন্য বর্তমান দুর্নীতির শুদ্ধি অভিযানের প্রতি সহযোগিতার এবং প্রবাসে দলে অনুপ্রবেশ কারির তালিকা দেশে সরকারকে নিকট পাঠাবেন বলে আলোচনা করেন ।
সভায় অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ড: প্রদীপ কর, ড: মহসিন আলী, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলামখোকন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, সদস্য হিন্দাল কাদির বাপ্পা, ফারুক হুসাইন, মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক মমতাজ শাহনাজ, রুমানা আক্তার, হাসান জিলানি, মনজুর চৌধুরী, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন চঞ্চল, জামাল হোসেন, আতাউর রহমান, মাঈনুউদ্দিন, হুমায়নকবির, শারমিন, দেলোয়ার মোল্লা, আমিনুল রহমান, মেজর ওয়াজিউলল্যা, এ্যাড: লুৎফর রহমান, মিজানুর রহমান, এ্যড: নুরল ইসলাম মইনুল, কামরুল ইসলাম, আকতার হোসেন, নাহিদা পারভিন, মিজানুল হাসান, আসাফ মাসুক সহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবার এবং সহযোগী সংগঠনের প্রচুর নেতৃবৃন্দ।