হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে ‘আজীবন সম্মাননা’ পেলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমী। ১৬ জুন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ তাকে এ সম্মাননা প্রদান করে। সংগঠনের বার্ষিক বনভোজনে মৌসুমীর হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সম্মাননা তুলে দেন ক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাবেক সভাপতি নাজমুল আহসান, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।
এ সময় মৌসুমীর স্বামী নায়ক ওমর সানী, প্রেসক্লাবের সহ-সভাপতি বেলাল আহমেদ, কলামিস্ট আবু জাফর মাহমুদ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয় লংআইল্যান্ডের হ্যাকশেয়ার পার্কে। অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়ার পাশাপাশি মৌসুমীকে ক্লাবের সম্মানিত সদস্য পদও প্রদান করা হয়।